মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০১০

সদস্যদের প্রতি খোলা চিঠি


প্রিয় সদস্য,
এটা বিজয়ের মাস আর আসছে ইংরেজী নতুন বছর । শুভেচ্ছা আপনাকে বিজয়ের, দেশের বিজয়ের সাথে আপনাকে শুভেচ্ছা জানাছি সমিতির বিজয়েরো । দেশ যেমন আপনা আপনি আসেনি , আমাদের সমিতি লিমিটেড আপনা আপনি দাঁড়িয়ে যায়নি । সবার ইচ্ছাশক্তি আর অনুপ্রেরণা আমাদেরকে এ পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছে । আমরা ভাবতে পারিনি সমিতি এভাবে উঠে দাঁড়াবে কিংবা সমিতি’র প্রতি ভালবাসা এবং আগ্রহ তৈরি হবে সবার । যে ভালবাসা আমাদের ছোট স্বপ্নকে বড় করে দেখার সাহস যোগায়, যে ভালবাসা পথের সমস্ত অন্তরায়ের জন্য কাটা হয়ে দাঁড়ায় । আমরা ধন্য সে ভালবাসা পেয়ে, ধন্য সমিতি ।
সম্মানিত সদস্য নতুন বছরে আমরা কিছু আশা করছি আপনার কাছ থেকে । আমাদের সমিতি লিমিটেডের প্রতিটা সদস্যের মৌলিক হিসাব নাম্বার আছে, আপনারাটা হল ------------- এখন থেকে আপনার নাম নই, হিসাব নাম্বার হোক আপনার পরিচয় । এই নাম্বার দিয়ে আপনি সমিতির সকল প্রকার কাজ করুন । টাকা জমা দেওয়া, টাকার পরিমান জানা , লাভের হিসাব , টাকা উত্তলোন, যেকোন কাজে ব্যবহার করুন আপনার হিসাব নাম্বার ।
নিজের টাকা নিজে জমা দিন । অন্য কাউকে বলবেন না আপনার টাকা রাখতে কিংবা জমা দিতে । কারন সবারই ব্যস্ততা সমান । আমরা নিজের জন্য অন্যকে কেন কষ্ট দিব বা সমস্যায় ফেলব ? প্রিয় সদস্য, এটা কঠিন কিছু নই, আপনার এলাকার মনোনিত সদস্যের কাছে নিজ দায়িত্বে জমা দিন টাকা, জানুন আপনার হিসাব । যা কিনা আপনার এবং  আমাদের উভয়ের জন্যই ফলপ্রসু । পরপর তিনমাস টাকা দিতে ব্যর্থ হলে সেই সদস্যকে তিন মাসের মাথায় সমিতির ম্যানেজার একটা চিঠি দিয়ে অবগত করবেন এর আগে কেউ তার সাথে ওই বিষয়ে কিছু বলে নাই এটা অজুহাত হিসাবে তোলা যাবে না ।


আমাদের সমিতিতে টাকা জমা দেয়ার শেষ তারিখ ১০ যা আমরা সবাই অবগত । কিন্তু অনেক সময় ১০ তারিখ বন্ধের দিন থাকাই অনেকে টাকা জমা দিতে ব্যর্থ হন । তাদের অবগতির জন্য জানাচ্ছি এখন থেকে যেকোন মাসে ১০ তারিখ যদি ব্যাংকের বন্ধের দিন হয় তবে তারা জরিমানা ছাড়া যেদিন ব্যাংক খুলবে সেদিন জমা দিতে পারবেন । এটা করতেও  যদি কেউ ব্যর্থ হয় তবে পুর্বের নিয়ম অনুযায়ি তাকে জরিমানা দিতে হবে এবং পুর্বের সকল নিয়ম অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে
প্রিয় সদস্য, নতুন বছরের প্রথম মাস হতে আমরা আমাদের দেওয়া কথা অনুযায়ি শিক্ষা ঋণ দেওয়া হবে এবং তা সর্বোচ্চ ২ জনকে । যারা এটা নিতে ইচ্ছুক তাদেরকে সমিতির চেয়ারম্যান বা ম্যানেজারের নিকট আবেদন করতে হবে এবং তারা ৩ হাজার থেকে ৫ হাজার টাকা এর মধ্যে যেকোন পরিমান টাকার জন্য আবেদন করতে পারবে ।
    
সম্মানিত সদস্য, দেশ বলুন নিজেকে বলুন আর বড় যাই বলুন না কেন , তা একদিনে সৃষ্টি হয়নিতার মৌলিকতা হচ্ছে ক্ষুদ্রতা । ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জোড়া লেগে বৃহত জিনিষের সৃষ্টি । এই ক্ষুদ্র জিনিষগুলোও আপনা আপনি তৈরি হয়না তা নিজের প্রয়োজনে সৃষ্টি করে নিতে হয় । আমাদের যেমন আমাদের সমিতি নিয়ে বড় স্বপ্ন আছে তেমনি আপনাদের ভালবাসা আমাদেরকে দেশ নিয়ে স্বপ্ন দেখতে বাধ্য করেছে । আমরা দেশের জন্য অল্প কিছু করতে চাই । সেটা শুরু হবে আমাদের এলাকা থেকেই । সমিতি ব্যবসা করে একটা বৃহত লভ্যাংশ আপনাকে দেয় । তা থেকে যদি আমরা সবাই প্রত্যেকের লাভের মাত্র ২% টাকা নিয়ে একটা ফান্ড তৈরি করি, মনে হয় সেটা আমার আপনার কারো ক্ষতিবৃদ্ধি করবে না । যা দিয়ে আমরা আমাদের এলাকার কোন এক গরীব ছোটভায়ের পরীক্ষার ফিস কিংবা তাকে একসেট বই কিনে দিতে পারি । অন্যকে সাহায্য করার যে তৃপ্তি তা থেকে বঞ্চিত কেউ হতে চাইবেন না বলে আমরা বিশ্বাস করি । নতুন বছরের প্রথম মাস হতে এটা কার্যকরি হবে ।  সমিতি আরো বড় হলে আমাদের সাহায্যের পরিধি বেড়ে যাবে স্বপ্নের শেষ নেই, তাই আমরাও চাই আপনি স্বপ্ন দেখুন নিজেকে নিয়ে, পরিবারকে নিয়ে, সমাজকে নিয়ে, দেশকে নিয়ে । ভালবাসুন নিজেকে, পরিবারকে, সমাজকে এবং দেশকে । এটা শুধুমাত্র কিঞ্চত ফেরত দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র ।

আসছে নতুন বছর, নতুন সূর্য দেখার প্রত্যাশায় সারা দেশ এবং দেশের মানুষসে সূর্যটা হোক আমাদের সমিতি লিমিটেড বা আমাদের সমিতি লিমিটেডের সদস্যরা । নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা আপনাকে এবং আপনার পরিবারকে । ভাল থাকুন প্রতিনিয়ত ।

বিনিত,

চেয়ারম্যান,
আমাদের সমিতি লিমিটেড ।      

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন